Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

দৈনিক শব্দের মেঠোপথ পরিবারের সাহিত্যবাসর।

দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকা পরিবারের নবম মাসিক আড্ডা অনুষ্ঠিত হলো হেঁড়িয়ার সাংস্কৃতিক ভবনে৷ উপস্থিত ছিলেন ড. বিষ্ণুপদ জানা, সমরেশ সুবোধ পড়িয়া, সুনীল দাস, বৃন্দাবন দাস অধিকারী, বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, মধুমিতা গিরি, অনিল কুমার সাহু, সুনীল কুমার মাইতি, মিহির বরণ পান্ডে, শুভেন্দু কামিলা, রক্ষিত পাত্র, জ্যোতির্ময় বারিক, আঞ্চলিক ইতিহাস গবেষক সুদর্শন সেন ও সুমন নারায়ণ বাকরা ও প্রমুখ বিশিষ্টজনেরা৷ সাহিত্য আড্ডায় স্বরচিত কবিতা পাঠ, সঙ্গীত ও বক্তব্যে খেজুরীর দুই কৃতিধন্য মনীষী ড. অনিল কুমার গায়েন ও সাহিত্যিক চিত্তরঞ্জন মাইতি-র জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করা হয়৷

এছাড়া স্মরণ পর্ব অনুষ্ঠানে (জন্মদিনে ও মৃত্যুদিনে) নবনীতা দেবসেন, মহাশ্বেতা দেবী, তারাপদ সাঁতরা, গোবিন্দচন্দ্র দাস, সুকুমার সেন, ক্ষেত্র গুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রতিভা রায়, জর্জ গর্ডন, বায়রণ, নেতাজি সুভাষচন্দ্র বসু, মাইকেল মধুসূদন দত্ত, চেকভ, রোমা রোলাঁ, নরেন্দ্রনাথ মিত্র, শিবনাথ শাস্ত্রী, শক্তিপদ রাজগুরু শামসুল হক কৃষ্ণ ধর পূর্ণেন্দু পত্রী, প্রভাত কুমার মুখোপাধ্যায় প্রমুখ মনীষীদের কৃতিধন্য কর্মজীবনী আলোচিত হয়৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমরেশ সুবোধ পড়িয়া৷ দৈনিক শব্দের মেঠোপথ পত্রিকা পরিবারের পক্ষ থেকে ড. বিষ্ণুপদ জানা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read