সাত সকালে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়া বাসস্ট্যান্ডের কাছে হেঁড়িয়া মাধাখালি রাজ্য সড়কে। স্থানীয় সূত্রে জানা গেছে ভূপতিনগর থানার গড়বাড়ির বাসিন্দা গৌর হরি মাঝি মোটর বাইকে ভাই নিতাই মাঝিকে নিয়ে উদবাদল যাওয়ার সময় অপরদিক থেকে একটি লরিএসে ধাক্কা মারলে বাইকসহ দুজনেই ছিটকে পড়ে। দাদা গৌরী মাঝি রাস্তার উপরে পড়ে যাওয়ার পরে লরিটি তার উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুরুতর আহত নিতাই মাঝি কে প্রথমে হেঁড়িয়া হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি হয়।
চিকিৎসক তাকে তমলুক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠায়। সেখানে তার চিকিৎসা চলছে। এই ঘটনার জেরে উত্তেজিত এলাকাবাসী পথ অবরোধ করে। তার কারণে বেশ কিছু সময় হেঁড়িয়া মাধাখালি রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে হেঁড়িয়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে আসে। গৌর হরি মাঝির মৃত দেহ উদ্ধার করে পরিস্থিতি সামাল দেয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতাল পাঠায়। ঘটনাস্থল থেকে ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ।