বর্ণময় শোভাযাত্রা ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুক্রবার উদ্বোধন হলো কাঁথি এক ব্লকের মাজিলাপুর গ্রাম পঞ্চায়েতের মাজিলাপুর গ্রামে কৃষি প্রদর্শনী ও মেলা।কালীপুজো উপলক্ষে এই কৃষি প্রদর্শনই ও মেলার আয়োজন করে মাজিলাপুর অনুন্নত সমাজ উন্নয়ন সংস্থা। একইসঙ্গে রটন্তি কালি মায়ের পূজা মন্ডবের শুভ দারোদঘাটন হয়। শুক্রবার বিকালে কৃষি প্রদর্শনীয় মেলা এবং রটন্তি কালী মায়ের পূজা মন্ডপের শুভ উদ্বোধন করেন নাবার্ড এর জেলা প্রবন্ধক পিঙ্কু দাস।
উপস্থিত ছিলেন কাঁথি -১ পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা পয়ড়্যা,পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ নীলেশ মন্ডল, ইফকো এর ফিল্ড অফিসার মৃনাল বর্মন, মাজিলাপুর অরুনদয় পল্লী উন্নয়ন সংস্থার সভাপতি সুধাংশু শেখর মাল, পঞ্চায়েত সদস্য মনোমিতা মন্ডল, পূরবী মাইতি, বিশিষ্ট সমাজসেবী মানিক লাল গিরি, রঞ্জিত বর প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক সংস্থা মাজিলাপুর অনুন্নত সমাজ উন্নয়ন সংস্থা পরিচালিত মাজিলাপুর এগ্রো ফারমার্স প্রডিউসার কোম্পানি লিমিটেড এর কর্মকর্তা সঞ্জিত সিট,শ্রীকৃষ্ণ মন্ডল, দিলীপ মাইতি, পবিত্র পন্ডা,বিশ্বজিৎ নন্দী সহ অন্যান্য সদস্য সদস্যবৃন্দ। সবাই সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষক সত্যেন্দ্রনাথ গুচ্ছাই। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জিত সীট।এই কৃষি প্রদর্শনীয় মেলা পাঁচ দিন ধরে চলবে। থাকছে কৃষি আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা নানা বৈচিত্র অনুষ্ঠান। এই মেলা গ্রামীণ উৎসবের রুপ নিয়েছে।রাতভর চলবে কালী মায়ের আরাধনা ও ভক্ত সমাবেশ।