Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই তৃণমূল কর্মীকে সামাজিক বয়কট ও চাষ করতে না দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানার ভগবানপুর ২ নং ব্লকের ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এর জিয়াখালি ও মৈশালি গ্রামের দুই তৃণমূল কর্মীকে দীর্ঘদিন ধরে সামাজিক বয়কট ও চাষের জমিতে চাষ করতে না দেওয়ার অভিযোগ উঠলো বিজেপির বিরুদ্ধে।
অভিযোগ বি জে পি কর্মী সর্মথকরা গ্রাম কমিটি পরিচালনা করছে তাই রাজনৈতিক সার্থ মেটাতে তৃণমূল কর্মিদের বয়কট ও চাষাবাদে বাধা দেওেয়া হচ্ছে।
রাজ‍্যে শাসক দল তৃণমূল গত পঞ্চায়েত নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ ও ভগবানপুর ২ নং পঞ্চায়েত সমিতি তৃণমূল দখল করলেও ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত দখল করে বিজেপি তাই ইটাবেড়িয়া এলাকায় বিজেপি যথেষ্ট প্রভাব রয়েছে তাই একপ্রকার অঘোষিত ভাবে ছোট ছোট গ্রাম কমিটির পরিচালনার দায়িত্ব রয়েছে তাদের দখলে ।

জিয়াখালি গ্রামের বাহাদুর প্রামানিক এর অভিযোগ তারা তৃণমূল করেন বলে গত পঞ্চায়েত নির্বাচনে অঞ্চল বিজেপি করার পর থেকে তাদের বারবার হেনস্থার শিকার হতে হয় গ্রাম সালিসি সভা ডেকে তাদের বয়কট করা হয় ও ধানের জমিতে চাষ করতে গেলে চাষে বাধা দেওেয়া হয়। বারবার থনায় অভিযোগ যানিয়েও কোনো লাভ হয়নি।
অপর দিকে একই গ্রাম পঞ্চায়েত এলাকার
গৌরহরি দাসের অভিযোগ তারা তৃণমূল কংগ্রেস দল কে সর্মথন করেন বলে ওই অঞ্চল বিজেপি দখল করার পর তাদের চাষের জমিতে চাষ করতে দেওেয়া হচ্ছে না থানায় লিখিত অভিযোগ করেও কোনো লাভ হয়নি।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
বিজেপি কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক ও ভগবানপুর ২ নং ব্লকের বিরোধী দলনেতা সুভাষ মাইতি বলেন অনেক বার বাহাদুর প্রামানিক এর সঙ্গে গ্রামের লোকজন নিয়ে বসতে চাইলেও ওই ব‍্যক্তি রাজি হয়নি। ও গৌরহরি দাসের চাষের জমিতে লোকজন নিয়ে গিয়ে চাষের বেবস্থা করা হয়েছে।

বিজেপি পরিচালিত ইটাবেড়িয়া গ্রাম পঞ্চায়েত এর প্রধান ববিতা দোলাই বর জানান এমন কনো অভিযোগ আসেনি অভিযোগ আসলে তার ব‍্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনায় ইটাবেড়িয়া অঞ্চল তৃণমূলের সম্পাদক গোরাঙ্গ মন্ডল জানান এই অঞ্চলে বিজেপি দখল করার পর থেকে তৃণমূল র্কিদের ওপর সন্ত্রাস চালাছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read