Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ফিল্মি কায়দায় সোনা লুট, ঘটনাটি ঘটেছে উড়িষ্যা বর্ডারে।

খরিদ্দার সেজে ফিল্মি কায়দায় সোনার গয়না লুট । ঘটনাটি ঘটেছে উড়িষ্যা বর্ডার লাগোয়া চন্দনেশ্বর এ, রাধা কৃষ্ণ জুয়েলার্সে। ঘটনা জানা যায় এদিন সন্ধ্যায় একজন খরিদ্দার সেজে গয়না কিনতে আসে। তারপর বিভিন্ন ধরনের গয়না দেখতে থাকে ‌ সেইসঙ্গে দোকানের মালিক কে বিভিন্ন অজুহাত দেখিয়ে আরো নতুন নতুন সোনার জিনিস দেখাতে বলে। তখন ওই দোকানের মালিক বড় কাস্টমার ভেবে আরো অন্যান্য সোনার তৈরি জিনিস সামগ্রী দেখাতে শুরু করে। যখনই দোকানদার তার দোকান ঘরের ভিতরে প্রবেশ করে তখনই বেশ কিছু গয়না হাতিয়ে নেয় বলে দোকানদার সূত্রে খবর। সোনার চেন সহ অন্যান্য সামগ্রী চুরি গেছে বলে দোকানদার জানিয়েছেন। তবে পুলিশ ওই ব্যক্তির এবং দোকানের সিসি ক্যামেরা ফুটে সংগ্রহ করেছে।

ওই সিসি ক্যামেরা ফুটেজ দেখে দুষ্কৃতিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পুলিশের কথায় দোকানদার কাস্টমার সেযেএকজন ঢুকলেও বাইরে বেশ কয়েকজন মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছিল তখনই মোটরসাইকেল করে চম্পট দেয় ওই সমস্ত দুষ্কৃতীরা। অপরদিকে চন্দনেশ্বর থানা পুলিশ এবং দীঘা থানার পুলিশ যৌথভাবে তল্লাশি চালাচ্ছে ওই ব্যক্তিদের। সিসি ক্যামেরায় লক্ষ্য করা গেছে হেলমেট পরা অবস্থায় তিন থেকে চার জন একটি দোকানের সামনে দাঁড় করিয়ে রাখা অবস্থায় মোটরবাইকে উঠে চম্পার দেয় তবে তারা উড়িষ্যার দিকে গেছে কি বাংলার দিকে পালিয়ে এসেছে তা নিয়ে কিন্তু তদন্ত চালাচ্ছে উড়িষ্যা এবং বাংলা থানার পুলিশ। ইতিমধ্যেই সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে বিভিন্ন থানাতে তাদের ফুটেজ পাঠানো হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read