প্রদীপ কুমার সিংহ :- শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত চন্ডিপুর বাজার এলাকা এক ব্যক্তিকে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করতে দেখা যায় । গোপন সূত্র খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ সাব ইন্সপেক্টর রনি সরকার নেতৃত্বে একটি টিম সেই এলাকায় যায় এবং সেই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তির নাম তপু সর্দার(২৭)।
পুলিশ সূত্রে খবর তবু সরদারের বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলায় বারুইপুর থানা অন্তত গোপালপুর এলাকায়। তার কাছ থেকে পুলিশ একটি ওয়ান শাটার বন্ধুক ও একটি তাজা কার্টুজ উদ্ধার করে। পুলিশ ধৃত ব্যক্তির বিরুদ্ধে ২৫/২৭ ধারায় মামলার রুজু করে। ধৃত ব্যক্তিকে শনিবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। পুলিশ মনে করছে যে অসামাজিক কার্যকলাপের জন্য তপু সরদার বন্ধুক নিয়ে ঘোরাফেরা করছিল।
Author: ekhansangbad
Post Views: ৯৭