আমাদের সামনে লক্ষ্য একটাই চব্বিশের লোকসভা নির্বাচন। তাই দলকে নির্বাচনমুখী প্রস্তুতি নেওয়া হয়েছে। বিজেপি ক্ষমতায় ফিরলে ভারতবর্ষ আর নির্বাচন হবে না। পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ ব্লকের জেনকাপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত রিভিউ মিটিং এ এহেন মন্তব্য করলেন স্থানীয় বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। তিনি বলেন, আমাদের লক্ষ্য ভারতবর্ষের গনতন্ত্রকে সুরক্ষিত করা। আজকে বিজেপি সরকার মানুষের মৌলিক অধিকারকে হরণ করেছে। রাজ্য সরকারের এবারের বাজেটে একশো দিনের কাজের টাকা জনগণকে দেবে। আজকে বিরোধীরা কোন সমালোচনা করতে পারছে না। যে বাজেট নিয়ে বিধানসভায় হইচই করেছিল বিজেপি। তারা বলছে এটা ভোটমূখি বাজেট। শুধু বলছে জনগণের ট্যাক্স এর টাকা নিয়ে দান করছে রাজ্য সরকার। আর তো তাদের বলার কিছু নেই। তিনি আরও জানিয়েছেন, কেন্দ্রের বিজেপি সরকার দেশে বেকারত্ব বাড়িয়েছে।
আজকে সারের দাম হু হু করে বেড়েছে। বিজেপি ভোট চাইতে এলে এই কথাগুলো আপনারা জিজ্ঞেস করবেন। আগামী ২১ ফ্রেব্রুয়ারীর মধ্যে জনগণের একশো দিনের বকেয়া টাকা দেবে রাজ্য সরকার। একজন জবকার্ড হোল্ডার যাতে বকেয়া টাকা পেতে বাদ না যায় সেগুলো দেখতে হবে। রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলো সবাই তো সুবিধা পাচ্ছেন। এদিনের সভায় উপস্থিত ছিলেন দাঁতন ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সেক ইপ্তেকার আলি, দলের ব্লক যুব তৃণমূলের সভাপতি বিপ্লব বেরা, জেনকাপুর ২ নম্বর অঞ্চল তৃণমূল সভাপতি সেক এজারুল হক, জেনকাপুর ২ অঞ্চল যুব তৃণমূল সভাপতি চন্ডি গিরি, জেনকাপুর ২ নম্বর অঞ্চল প্রধান রেখা দলাই, জেলা পরিষদের সদস্য খাইরুল বসার খান প্রমুখ। সভায় কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকেরা হাজির ছিলেন।