রাজ্য সরকারের জনমহিনী বাজেটকে ধন্যবাদ জানিয়ে কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের পক্ষ থেকে ১৪ টি ব্লক এবং দুটি পৌরসভায় বিপুল উৎসাহের সঙ্গে অভিনন্দন সভা হল। কাঁথি শহর মহিলা তৃণমূলের অভিনন্দন সভার শেষে কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূলের সভানেত্রী রিজিয়া বিবি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহিলাদের জন্য যা করলেন তা তুলনাহীন। সাধারণ মহিলাদের লক্ষী ভান্ডার এর ক্ষেত্রে প্রতি মাসে ৫০০ টাকা করে বৃদ্ধি করে এক হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছেন। শুধু তাই নয় তপশিলি জাতি উপজাতিদের ক্ষেত্রে ২০০ টাকা করে বৃদ্ধি করে প্রতিমাসে বারোশো টাকা দেওয়ার ঘোষণা করেছেন। কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও ১০০ দিনের কাজের টাকা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে।
তিনি বলেন আমি আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী যা বলেছেন তাই করবেন। আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ১০০ দিনের কাজ করে বঞ্চিতরা টাকা পাবেন। এছাড়াও রাজ্য সরকার নিজ দায়িত্বে ৫০ দিনের কাজ দেওয়া কথা ঘোষণা করেছেন । গরিব খেটে খাওয়া মানুষের ক্ষেত্রে বছরের ৫০ দিনের কাজের নিশ্চয়তা দিয়েছেন। মৎস্যজীবীদের জন্য কর্মহীন দু মাস ব্যান পিরিয়ডে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন। এতে কয়েক লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেছেন।এতেও কয়েক লক্ষ যুক্তিবদ্ধ অথবা অস্থায়ী সরকারি কর্মচারী উপকৃত হবেন। এছাড়াও সরকারি কর্মচারীদের চার শতাংশ দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। বিশেষ করে মহিলাদের দ্বিধা বাবা না করে আর্থিক সহায়তা দেওয়ার কথাকে অগ্রাধিকার দিয়েছেন। এছাড়াও মহিলাদের কর্মসংস্থানের কথা ঘোষণা করেছেন। স্বনির্ভর গোষ্ঠীগুলোকে স্বনির্ভরতার লক্ষ্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছেন। এছাড়াও কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় বাড়ি প্রাপকদের বঞ্চিত করছে। এই বঞ্চনা থেকে আমাদের জন্য আমাদের দিদি যা পরিকল্পনা করেছেন তার কোন তুলনা হয় না । সব মিলিয়ে দিদি যা করেছেন তার জন্য কৃতজ্ঞতা ও অভিনন্দন না জানিয়ে আমাদের আবেগ ধরে রাখতে পারলাম না।সেই কারণের জন্য আমরা প্রতিটি এলাকায় অভিনন্দন জানানোর ব্যবস্থা করেছি। যারা বলছে ডাবল ইঞ্জিন সরকার দরকার। তারা মানুষকে ভাঁওতা দিচ্ছে। আমরা বলছি দিদির কাছে কোন ডবল ইঞ্জিন সরকার দরকার নেই। সিঙ্গেল ইঞ্জিন সরকার দিদির কাছেই যথেষ্ট।