সন্দেশখালি কাণ্ড, নারী নির্যাতন ইস্যুতে এবার বিক্ষোভ কর্মসূচিতে নামল বঙ্গ বিজেপি। রবিবার সকাল থেকে রাজ্যজুড়ে থানাগুলিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কলকাতা হাওড়া সহ একাধিক জেলায় এই কর্মসূচি করা হয়েছে। বিজেপি মহিলা মোর্চা নেতৃত্ব এই থানায় ঘেরাও কর্মসূচি করে। রবিবার বিকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরায় বিজেপির যুবমোর্চা ও মহিলা মোর্চার উদ্যোগে থানা ঘেরাও কর্মসূচি পালিত হলো। এগরার ত্রিকোণ পার্ক থেকে একটি প্রতিবাদ মিছিল বার হয়। ঐ মিছিল এগরা বাজার পরিক্রমা করে থানার সামনে এসে শেষ হয়। থানার বাইরে বিজেপি মহিলা মোর্চা ও অন্যান্য বিজেপি নেতারা উপস্থিত হয়েছিলেন। পুলিশ মন্ত্রী এবং পুলিশের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়।
এগরা থানার আইসি’র কাছে ডেপুটেশন দেয় বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির যুবমোর্চার জেলা সম্পাদক অমলেশ পাহাড়ী, এগরা নগর মন্ডলের সভাপতি চন্দন মাইতি, এগরা ১ মন্ডলের সভাপতি অভিজিৎ মহাপাত্র, এগরা ২ মন্ডলের সভাপতি বিমল শিট, অলক দাস, দেবব্রত আচার্য, এগরা ২ মন্ডলের মহিলামোর্চার সভানেত্রী সুমনা মাইতি কর, কিশোর পাল সহ অন্যান্য নেতৃত্ব।