পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের জেড়থান গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ের সভাগৃহে আয়োজিত হয় চক্ষু পরীক্ষা শিবির। এদিন স্থানীয় এলাকার কয়েকশ মানুষের এই শিবিরে চক্ষু পরীক্ষা করা হয়। পাশাপাশি যাদের চশমার প্রয়োজন তাঁদের চিহ্নিত করে আগামীদিনে বিনামূল্যে চশমা প্রদান করা হবে।
এগরা ১ ব্লক রামচন্দ্রপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসকেরা সহায়তা প্রদান করেন। এদিন শিবিরে বহু বয়স্ক মানুষেরা ভিড় সমান। উপস্থিত ছিলেন জেড়থান গ্রাম পঞ্চায়েত উপ প্রধান বিজন বিহারি সাউ, পঞ্চায়েত সদস্য বিশ্বজিৎ বেরা, সঞ্চালক আইয়ুপ নওসাদ খান, শান্তনু মাইতি প্রমূখ।
Author: ekhansangbad
Post Views: ১৫০