Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

তৃণমূলের ব্যাপারে একাধিক প্রশ্ন তুললেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ

চুনোপুটি দের গ্রেপ্তার করে কি প্রমাণ করতে চাইছেন মুখ্যমন্ত্রী? এখনো কেন গ্রেফতার নয় শেখ শাহজাহানের মত রাঘব বোয়ালরা? প্রশ্ন তুললেন বিজেপি সংসদ দিলীপ ঘোষ। বিরোধীদের দু তিনজন করে গ্রেপ্তার করা হচ্ছে। মমতার সর্বনাশের দিন শুরু হয়ে গিয়েছে। যে অসুর উনি তৈরি করেছেন সেই অসুরই একদিন মমতা বন্দ্যোপাধ্যায় কে একদিন জ্বালিয়ে দেবে গিলে খাবে। একই সাথে নুসরাত জাহানকে কড়া ভাষায় নিশানা করলেন তিনি। Valentine সপ্তাহ পালন করছেন নুসরাত অন্যদিকে সন্দেশখালিতে ধর্ষিতা অত্যাচারিতারা কান্নাকাটি করছে। কাদেরকে জিতিয়েছেন তাদের সেন্সিটিভিটি নেই। সেলিব্রেটিদের প্রয়োজন তবে দলের প্রচুর কর্মী রয়েছে বিজেপিতে।

বিধানসভায় সাসপেন্ড প্রথম নয়। টিএমসির অপকর্ম নিয়ে প্রশ্ন তুললেই করা হবে সাসপেন্ড। ছাড়া হচ্ছে না রাজ্যপালকেও তাকেও আটকানো হচ্ছে। চাঞ্চল্যকর মন্তব্য দিলীপ ঘোষের। সারা পশ্চিমবঙ্গ জুড়েই তৈরি হয়েছে ছোট ছোট সন্দেশখালী। যারা টিএমসির ঝান্ডা ধরে লুটপাট করছে তাদের রাজত্ব চলছে। আর যারা অত্যাচারিত তাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। ডামি অ্যারেস্ট নিয়েও সরব দিলীপ ঘোষ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read