রক্তদান শিবিরের মধ্য দিয়ে বাগদেবীর আরাধনার শুভ সূচনা হলো কাঁথি শহরে বলাগাড়িয়া ব্যাংকের ক্যাম্পাসে। পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির কাঁথি শাখার উদ্যোগে ও কাঁথি সাব রেজিস্ট্রি অফিসের কর্মী এবং আইনজীবীদের যৌথ উদ্যোগে গড়ে ওঠা “আমরা কজন “এর সরস্বতী পূজা মন্ডপের শুভ উদ্বোধন হলো।
মঙ্গলবার দুপুরে ফিতা কেটে রক্তদান শিবির এবং পূজা মন্ডপের উদ্বোধন হয়। উদ্বোধন করেন কাঁথি পুরসভার পুরো প্রধান তথা বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি সুপ্রকাশ গিরি। উপস্থিত ছিলেন বলাগাড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সহ-সভাপতি পার্থসারথী দাস, জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা, কাঁথি থানার আইসি প্রদীপ দাস, পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির জেলা সম্পাদক সুধীর দত্ত, কাঁথি শাখার সম্পাদক তপন সামন্ত, জেলা ব্লাড ব্যাংকের আধিকারিক ডাক্তার অর্জুন রায়, রত্নদ্বীপ মান্না প্রমূখ। এদিনের রক্তদান শিবিরে ৩০ জন মহিলা সহ ৫৫ জন রক্ত দান করেন। রক্তদাতা দের গোলাপ দিয়ে অভিনন্দন জানানো হয়। রক্ত সংগ্রহ করে পূর্ব মেদিনীপুর ব্লাড ব্যাংক। সরস্বতী পূজা উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন তপন কুমার সামন্ত।