Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

প্যারাডাইস অফ পাঁচরোল দক্ষিণ পাড়ার পক্ষ থেকে এই রক্তদান শিবির।

গরমে রক্তের ঘাটতি মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের দি প্যারাডাইস অফ পাঁচরোল দক্ষিণ পাড়ার পক্ষ থেকে এই রক্তদান শিবির আয়োজিত হয়। শুক্রবার পাঁচরোল দক্ষিণ পাড়ায় আয়োজিত রক্তদান শিবিরে অংসখ্য মহিলা-সহ মোট ৫০ জন রক্তদান করেন।

উপস্থিত ছিলেন বিজেপির এগরা ২ নম্বর মন্ডল সভাপতি বিমল শীট, সাংসদ প্রতিনিধি সুকুমার রায়, মন্ডলের সাধার সম্পাদক রামচন্দ্র আচার্য, মন্ডলের সহ-সভাপতি বিদ্যুৎ দাস, মন্ডল প্রমূখ রুপক মিশ্র, যুব সভাপতি সুব্রত দাস, সংস্থার সভাপতি শুভাশিস প্রাণিগ্রাহী, সম্পাদক অম্লাণ প্রাণিগ্রাহী প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read