প্রতিবন্ধকতাকে জয় করে জীবনের দ্বিতীয় পরীক্ষা উচ্চমাধ্যমিকে বসলো মুখ ও বধির কন্যা ঈশিতা মন্ডল। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ব্রাহ্ম বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবার কাঁথি মডেল ইনস্টিটিউশন এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। বাবা কাঁথি পুরসভার অস্থায়ী কর্মচারী লালমোহন মন্ডল। তাদের প্রথম কন্যা ঈশিতা। লালমোহন বাবু জানিয়েছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত কন্টাই ডিফ এন্ড ডাম বিদ্যালয়ে পড়াশোনা করেছে।তারা কাঁথির দেশপ্রাণ ব্লকের অযোধ্যাপুরে বসবাস করেন।
তারপর বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ে পঠন-পাঠন না করিয়ে কাঁথি চন্দ্রামনি ব্রাহ্ম বালিকা বিদ্যালয় অর সাধারণ ছাত্রীদের সঙ্গে পড়াশোনা করে। মাধ্যমিক পাসের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে। ছোট বোন ওই বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়াশোনা করে। মা ছন্দা মন্ডল গৃহকর্মের সঙ্গে সঙ্গে ঠোঁঙ্গা বানিয়ে জীবনযাপন চালায়। ঈশিতার বাবা লালমোহন মন্ডল জানিয়েছেন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ে পঠন পাঠন করানো হয়নি মেয়ের ইচ্ছা অনুসারে।মেয়ের ইচ্ছে উচ্চ মাধ্যমিক পাস করে কম্পিউটার বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে। তিনি আরো বলেন এক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের সদস্য ও পঞ্চায়েত প্রধান সর্বতোভাবে সহযোগিতা করেছেন। এলাকার সর্বস্তরের মানুষ তার মেয়ের প্রতি সহানুভূতিশীল। তিনি মেয়ের ইচ্ছে পূরণ করার জন্য সর্বতোভাবে লড়াই করছেন। তাই অভাবি বাবা-মাকে এলাকার মানুষজন উৎসাহিত করছেন সব রকম সহযোগিতা দিয়ে।এর জন্য তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।