বাঙালির দিপুদার দিঘা বরাবরই পর্যটকদের কাছে প্রিয় জায়গা। দীঘা সহ রামনগরের বিভিন্ন পর্যটন এলাকায় প্লাস্টিক সচেতনতার বার্তা দিলেন বিশিষ্ট সমাজসেবী ও রামনগর এক পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার। বর্তমান দিনে পরিবেশ রক্ষা করতে হলে একদিকে যেমন বৃক্ষরোপনের প্রয়োজন রয়েছে ঠিক অন্যদিকে প্লাস্টিক সচেতনতারও প্রয়োজন রয়েছে এমনই বার্তা দেন তিনি। দীঘার ক্লাব সন্ধির সরস্বতী পুজোর অনুষ্টানে এসে তিনি বলেন প্রত্যেকটি ক্লাস সংগঠনকে পরিবেশ সচেতনতায় ও প্লাস্টিক সচেতনতা বার্তা নিয়ে এগিয়ে আসতে হবে আগামী পৃথিবীকে বাঁচানোর জন্য। ক্লাব সন্ধি এবার তাদের পুজোয় অসাধারণ মণ্ডপ সজ্জা ও প্রতিমায় অভিনবত্ব এনেছে। ক্লাব সন্ধি এবার পরিবেশ সচেতনতার বার্তা দেওয়ার জন্য বৃক্ষরোপনেরও আয়োজন করেছে আগামী রবিবার। আজ ক্লাস সন্ধির পুজোর অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ক্লাবের কর্মকর্তা থেকে সদস্য সদস্যাগণ। আজকের বিশেষ অনুষ্ঠানে এসে পরিবেশ সচেতনতার বিশেষ বার্তা দেন বিশিষ্ট সমাজ সেবী দীপক সার।
রামনগর এলাকায় বিভিন্ন ক্লাব সংগঠনগুলি অনেক ধরনের অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
এবার সেই সব ক্লাব সংগঠনদের কাছে পরিবেশ সচেতনতার বার্তা হিসেবে বৃক্ষরোপণ ও প্লাস্টিক সচেতনতার কর্মসূচি আয়োজনের আহ্বান জানান তিনি।
দীঘার ক্লাব সন্ধি এবার পরিবেশ সচেতনতার বার্তায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করায় তাদের ধন্যবাদ জানিয়েছেন দীপক সার।