নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজলিতে উল্টে গেল একটি টোটো। তার জেরে গুরুতর জখম হলো টোটো চালক। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার প্রতাপ দিঘী ইটাবেড়িয়া রাজ্য সড়কের ক্ষতিবাড় এর কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে প্রতাপ দিঘী থেকে একটি টোটো ইটাবেড়িয়ার দিকে যাচ্ছিল। এই সময় অপরদিক থেকে একটি যাত্রীবাহী বাস চলে আছে।
বাসটিকে সাইড দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টোটোটি উল্টে যায় নয়নজলিতে। স্থানীয়রা ছুটে এসে গুরুতর যখন টোটো চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার চিকিৎসা চলছে।
Author: ekhansangbad
Post Views: ১৪৬