পূর্ব মেদিনীপুর জেলার দক্ষিণ মৈতনা ভিয়াজি ডান্ডা বেলুনে ও সোনামুই বিদ্রোহী বীর সংঘের সর্বজনীন শ্রী শ্রী সরস্বতী পুজো হরির নাম সংকীর্তন অন্যমোৎসব ও ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করা হয়। আজ অন্যমোৎসব ও হরির নাম করেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হলো। প্রত্যেক বছরের মত এ বছরও শীত বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির এমনকি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল সরস্বতী পূজো উপলক্ষে। দীপক সার উপস্থিত হতে সাধারণ মানুষের উচ্ছ্বাসে পূজা মন্ডপ ভরে গেলে কারন দীপক সার মহাশয় ২৪ঘন্টা খেলা মেলা থেকে শুরু করে রক্ত দান বস্ত্র দান অন্ন দান এবং সাধারণ মানুষের সুখ দুঃখের সাথী হয়ে সব সময় মানুষের পাশে থাকে। তাই উচ্ছ্বাসে আত্মপ্রকাশ সাধারণ মানুষের । অন্যদান বস্ত্র দান এবং শীতবস্ত্র প্রদানের জন্য এদিন এই সংঘের সদস্যদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েত সমিতির মেম্বার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি দীপক সার। একই সঙ্গে সকলকে এই স্বেচ্ছাসেবী সংস্থা তথা সংঘের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেন তিনি। তিনি নিজেও তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। আগামী বছর এই অনুষ্ঠানে আবারো আসার ইচ্ছা প্রকাশ করেছেন দীপক সার।
এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন রামনগরের বিশিষ্ট সমাজসেবী ও পঞ্চায়েত সমিতির মেম্বার ও রামনগর বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ভাইজান দীপক স্যার, উপস্থিত ছিলেন নিলাম রায় সত্য রঞ্জন রায়, মৈতনার মেম্বার দিলীপ জানা, পঞ্চায়েত সমিতির মেম্বার ও কর্মদক্ষক অনিতা প্রামানিক, ঐ এলাকার জনগন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।