Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ছত্রী বাজারে পিচ রাস্তার কাজের উদ্বোধন করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

দীর্ঘ কয়েক দশক ধরে প্রতিক্ষার অবসান। অবশেষে ছত্রীতে রাস্তার শিলান্যাস করা হয়। পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের ছত্রী বাঁধ থেকে রক্তকমল ক্লাব পর্যন্ত প্রায় ৪.২ কিলোমিটার রাস্তার উদ্বোধন করা হয়। এলাকাবাসীর দীর্ঘ দিনের দাবী মেনেই রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ নম্বর ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ছত্রী বাজারে পিচ রাস্তার কাজের উদ্বোধন করলেন এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি।

প্রসঙ্গত ২১শের বিধানসভা নির্বাচনে পরে বিধায়ক তরুণ মাইতি ছত্রী এলাকায় এলে এলাকার মানুষ এই রাস্তাটি তৈরী করার দাবী জানান। বিধায়ক প্রতিজ্ঞা করেছিলেন যতদিন এই রাস্তা তৈরী করতে না পারবো এই এলাকায় আসবো না। সেই কথা রেখে এদিন তিনি ছত্রী বাজারে ফিতে কেটে রাস্তার কাজের উদ্বোধন করেন। ব্লক প্রশাসন সূত্রের খবর, প্রায় ২ কোটি টাকা ব্যায়ে এই রাস্তা তৈরী হবে। তবে পাকা রাস্তার খবর শুনে স্থানীয় এলাকার বাসিন্দারা খুবই আপ্লুত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরা ১ ব্লকের বিডিও দূর্গা প্রাসাদ ঘোষ, এগরা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, এগরা ১ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সত্য চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক, ছত্রী গ্রাম পঞ্চায়েতের প্রধান তপন কুমার মান্না, সমাজসেবী সিদ্ধার্থ মাইতি, ব্লকের প্রাক্তন সহ সভাপতি রাধাকান্ত বর, বিশিষ্ট শিক্ষাবিদ প্রদীপ বারিক, সমাজকর্মী শঙ্কু জানা প্রমূখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read