Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম।

লোকসভা ভোটের দিনক্ষন যত এগিয়ে আসছে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে।
আবারও রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম।
নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার তেখালি বাজারে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ১০০ দিনের কাজের সহায়তা কেন্দ্র খোলা হয়েছিল।তৃণমূল কংগ্রেসের অভিযোগ ,

তেখালি বাজারের তৃণমূল কংগ্রেসের ১০০ দিনের কাজের সহায়তা কেন্দ্রে,বিজেপি কর্মীরা এসে হামলা চালায়। ভাঙচুর করা হয় চেয়ার টেবিল। গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেত্রীকে মারধরেরও অভিযোগ তোলে তৃণমূল।এই ঘটনায় নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

ঘটনাস্থলে পৌঁছায় নন্দীগ্রাম থানার পুলিশ গ্রেপ্তার করা হয় দুজন বিজেপি কর্মীকে।

অপরদিকে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
বিজেপি নেতৃত্বের দাবি উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন বাজারের উপর জটলা করেছিল তৃণমূল। বিজেপি কর্মীরা তারই প্রতিবাদ করেছিল।
অযথা পুলিশ তাদের দুজন কর্মীকে গ্রেফতার করেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read