পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘার একটি হোটেলে পর্যটকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে জল্পনা শুরু হয়েছে দীঘা শহর জুড়ে। উত্তর ২৪ পরগনার বহতেনদা থেকে শনিবার বন্ধুবান্ধবদের সঙ্গে বেড়াতে এসেছিল পূরণ ছেত্রী (৩২)। তারা নিউ দীঘার একটি হোটেলে উঠে। রবিবার সকালে হঠাৎ করে বাথরুমে পড়ে যায়। বন্ধু বান্ধবরা জানতে পেরে তাকে তুলে নিয়ে দীঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দীঘা থানার পুলিশ মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে।
Author: ekhansangbad
Post Views: ১০৮