চোলাই মদ উদ্ধারে বড়সড় সাফল্য পেল পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতর। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার বৈষ্ণবচক ঘুঘুপোল এলাকায় একটি মোটরবাইক-সহ প্রায় ৯০ লিটার চোলাই মদ উদ্ধার করে জেলা আবগারি দফতর। তবে অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে।
জেলা আবগারি দফতর সূত্রের খবর, অভিযুক্ত এক ব্যক্তি মোটরবাইক করে পশ্চিম মেদিনীপুর জেলা থেকে চোলাই মদ পূর্ব মেদিনীপুর নিয়ে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দফতরের আধিকারিকেরা হানা দিয়ে ফিল্মী কায়দায় চোলাই মদ-সহ মোটরবাইকটিকে আটক করে। কিন্তু অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা আবগারি দফতরের এসপি মণীষ শর্মা জানিয়েছেন, প্রায় দুই মাসে প্রায় ৫৫ জনকে গ্রেফতার করেছে জেলা আবগারি দফতর। লাগাতার চোলাই মদের বিরুদ্ধে অভিযান চলবে। কিন্তু কাউকে রেয়াত করা হবে না।
Author: ekhansangbad
Post Views: ১৪১