হেঁড়িয়াতে খেজুরী সাহিত্য সম্মিলনীর আয়োজনে ২৫তম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়, উদাখালী বিশ্রামাগার প্রাঙ্গনে৷ সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক পার্থসারথি দাশ। উপস্থিত ছিলেন প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল, বৃন্দাবন দাস অধিকারী, প্রাক্তন প্রধান শিক্ষক রণজিত দাস, সুভাষচন্দ্র মণ্ডল, বিমান কুমার নায়ক, বৃক্ষমিত্রা তনুশ্রী কর জানা, মহামায়া গোল, মধুমিতা গিরি, ধৃতিরূপা ত্রিপাঠী, কবি সুনীল দাস, দুর্গা দাস, বিশ্বনাথ মালিক, উত্তমকুমার গুড়িয়া, বিধান চন্দ্র রাউত, অনিল কুমার সাহু, নিশিকান্ত ভূঁঞ্যা, রবীন্দ্রনাথ দাস অধিকারী, সুভাষ ঘোড়ই, অশোককুমার আদক, শক্তিপদ মাইতি, প্রদীপ শাসমল ও অনন্তকুমার মান্না সহ খেজুরী ভগবানপুর এর বিশিষ্ট কবি, সাহিত্যিক ও গুণীজনবর্গ। ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত সবাই৷ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ে আলোচনা এবং একই সঙ্গে লাক্ষী অঞ্চলের সাহিত্যবাসরে সকলে স্বরচিত কবিতাপাঠ ও সঙ্গীত পরিবেশন করেন৷ এই অনুষ্ঠানে একটি প্রাচীর পত্রিকা প্রকাশিত হয়।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি সমরেশ সুবোধ পড়্যা। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সম্মিলনীর সম্পাদক ড. বিষ্ণুপদ জানা।