পূর্ব মেদিনীপুর জেলার এগরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এগরা মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে এগরা সারদা শশীভূষণ কলেজে একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা। এদিন এগরা কলেজে এক অনুষ্ঠানের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়। এদিন ‘অমর একুশ’ শহিদবেদীতে মাল্য দানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেখানে হাজির হন এই অনুষ্ঠানের উদ্যোক্তা তথা মহকুমা ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা। তাঁরা যৌথভাবে ফুল দিয়ে ভাষা শহিদদের শ্রদ্ধা জানান। পাশাপাশি এদিন এগরা কলেজের ছাত্রছাত্রীরা নাচ, গান ও কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ২১ ফ্রেব্রুয়ারি দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এগরার মহকুমাশাসক মণজিৎ কুমার যাদব, মহকুমা তথ্য ও সংস্কৃতি দফতরের আধিকারিক সাহিন শরিয়ার আনসারি, এগরা কলেজের অধ্যক্ষ ড: দীপক কুমার তামিলী, এগরা ১ ব্লকের বিডিও দূর্গাপ্রসাদ ঘোষ, পটাশপুর ২ ব্লকের বিডিও শঙ্ক ঘটক-সহ বিশিষ্টজনেরা।*