Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আরাবুল ইসলামকে বারুইপুর মহকুমা আদালতের তোলা হল বুধবার।

প্রদীপ কুমার সিংহ :- ভাঙ্গরের প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলামকে উত্তর কাশিপুর থানার পক্ষ থেকে বুধবার বারুইপুর মহকুমা আদালতের তোলা হয়। আদালতের মহামান্য বিচারক আরাবুল ইসলামকে দুদিনে যে লাফাতে থাকা নির্দেশ দেন। প্রসঙ্গত পঞ্চায়েত ভোটের সময় ভাঙ্গর এলাকার তৃণমূল কংগ্রসের সঙ্গে আইএসএফের কর্মীদের ব্যাপক গন্ডগোল হয়। তাতে করে আইএসএফের কিছু কর্মী মারা যান ও হতাহত হয়।

পঞ্চায়েত নির্বাচনের পর সেই ভাঙ্গড় কলকাতা জুডিশিয়ালি হয়। সেই ভাঙ্গরকে ভেঙে আটটি থানা করা হয় কলকাতা পুলিশের অধীনে। ৮ই ফেব্রুয়ারির সন্ধ্যার সময় আরাবুল কে উত্তর কাশীপুর থানার আধিকারিক ডেকে পাঠায় এবং চা খাওয়ায়। তারপরেই তাকে গ্রেফতার করে। যদিও আরাবুল এতে হতবাক হয়ে যায়। ৯ই ফেব্রুয়ারি তারিখে উত্তর কাশিপুর থানার পক্ষ থেকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। বারইপুর মহকুমা আদালতের মহামান্য বিচার হোক আরাবুলকে ১২ দিনে পুলিশি হেফাজতে থাকা নির্দেশ দিয়েছিলেন বুধবার আরাবুলকে বারইপুর মহকুমা আদালতে তোলা হয়। এই দিন মহামান্য বিচারক তাকে দুদিনের জেল হাপাজাতে থাকার নির্দেশ দেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read