পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি ৩ ব্লকের অন্তর্গত কুসুমপুর অঞ্চলের বেনামুড়ি সংসদে ১৭০৩২৯১.০০ টাকা ব্যায়ে পথশ্রী ৩ প্রকল্পে ঢালাই রাস্তার উদ্বোধন করলেন সভাপতি বিকাশ চন্দ্র বেজ। উপস্থিত ছিলেন কাঁথি ৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিমল চন্দ্র শাসমল, কাঁথি পুরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি, কুসুমপুর গ্রাম পঞ্চায়েত প্রধান পারুল রানী বর প্রধান, কুসুমপুর গ্ৰাঃ পঃ উপপ্রধান মান্তু জানা ও অন্যান্য সদস্য সদস্যা বৃন্দ।
অপর দিকে দীর্ঘদিনের অপেক্ষার পর আজকে রামনগর বিধানসভার সটিলাপুর অঞ্চলে সাতবাটিয়া গ্রাম সভায় পথশ্রী প্রকল্প উদ্বোধন করলেন আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত কারা মন্ত্রী অখিলগিরি
সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি সহ অন্যান্যরা
Author: ekhansangbad
Post Views: ১০৩