পূর্ব মেদিনীপুর জেলার দীঘা পর্যটন কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা করলো দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। মঙ্গলবার এক বিশেষ সভায় নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয় বলে জানিয়েছেন কাঁথির মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। তিনি বলেন দীঘা শহরে ৬৮ টি জায়গায় নজরবন্দী ক্যামেরা আছে। তার মধ্যে বেশ কয়েকটি অচল হয়ে গেছে। এগুলির মেরামতি এবং নতুন বেশ কয়েকটি জায়গায় নজরবন্দী ক্যামেরা আমরা বসানো হবে। তাছাড়াও বেশ কিছু জায়গা আলো না থাকায় অপরাধমূলক কাজকর্ম ঘটে চলেছে। সেই কারণে দীঘার শহরকে আলো দিয়ে মুড়ে ফেলা হবে। এছাড়াও এক নম্বর স্নান ঘাটে শ্যাওলা থাকার জন্য একাধিকবার দুর্ঘটনার স্বীকার হয়েছে পর্যটকেরা। সেই শ্যাওলা পরিষ্কার করে ঝাঁ চকচকি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সমুদ্রের জোয়ারের সময় নুলিয়া এবং বিপর্যয় মোকাবেলা দলকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা দীঘা শহরের উন্নয়ন করবে। পুলিশ প্রশাসনকে বলা হয়েছে নজরদারি বাড়ানোর জন্য। এই সভায় উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রশাসন মহকুমা শাসক ও দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পরিচালন কমিটির সদস্যবৃন্দ ও দীঘা ও মন্দারমনি থানার আধিকারিক বৃন্দ। এদিন মহকুমা শাসক বলেন দীঘায় কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটার জন্য প্রশাসন যে কাজ করছে না, কেমনটি ভাবার কোন কারণ নেই। প্রশাসন চেষ্টা করছে যাতে অপরাধমূলক কাজগুলো কম ঘটে। সেজন্য দীঘা বর্ডার এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে এবং নাকা চাকিং থাকছে। সব মিলিয়ে প্রশাসন সতর্কতার সঙ্গে কাজ করবে।