পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার বারবাটিয়া গ্রামে ভরদুপুরে ফিল্মে কায়দায় চোরের পেছনে ধাওয়া করে তিন দুষ্কৃতকারীকে পাকড়াও করে স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পটাশপুর থানার পুলিশ। দুষ্কৃতিদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরিবর্তে পুলিশকেই আটকে রাখে উত্তেজিত জনতা। শেষ পর্যন্ত দুষ্কৃতীদের ছাড়েনি উত্তেজিত মানুষজন। ফলে, খালি হাতে পুলিশকে ফিরতে হলো থানায়।
এক পুলিশ কর্মী সংবাদমাধ্যমকে জানালেন গ্রামবাসীরা নিজেরাই বিচার করবে তাই দুষ্কৃতীদের আমাদের হাতে তুলে দিল না।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এলাকায় লটারি বিক্রির নামে ঘুরে বেড়াচ্ছিল পাঁচ ব্যক্তি। সেই সময় শ্রীকৃষ্ণ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে ম্যানেজার না থাকার সুযোগে ভেতরে ঢুকে পড়ে তারা। নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় দূর থেকে তাদের দেখতে পায় সমিতির পিয়ন। দেখতে পেয়ে দৌড়ে আসেন তিনি। কিন্তু ততক্ষণে দুষ্কৃতীরা পালিয়ে যায়। খবর চাউর হতেই স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে। পাঁচ জনের মধ্যে দুজন পালাতে সক্ষম হলেও তিন জনকে ধরে ফেলে জনতা।
তাদের নিয়ে এসে সমবায় সমিতিতে আটকে রাখা হয়। খবর দেওয়া হয় পটাশপুর থানায়। খবর পাওয়ার ১ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে আছে পুলিশ। পুলিশ এলে পুলিশকেও সমবায় সমিতির মধ্যে আটকে বাইরে থেকে তালা লাগিয়ে দেয় স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে এভাবে চুরি হচ্ছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।