প্রদীপ কুমার সিংহ :- বৃহস্পতিবার বিকালে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অরুন্ধতী মৈত্র। বিধায়কের সঙ্গে কথা বলে জানা যায় পশ্চিমবাংলা ২০২৪-২৫ এ বাজেটে মহিলাদের লক্ষী ভান্ডারের ৫০০ টাকা করে যাদের ছিল তাদেরকে হাজার টাকা করেছে এসসিএসটি মহিলাদের ১০০০ টাকা থেকে ১২০০ টাকা করাইছে। সেই মর্মে প্রত্যেকটি বুধ ভিত্তিক এলাকায় মহিলাদের আবার আধার কার্ড ও ব্যাংকের একাউন্টের পাসবুকের ছবি জমা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়। সেই সঙ্গে এখনো যে সব মহিলাদের লক্ষী ভান্ডারী টাকা,পাইনি তাদের নতুন করে ফর্ম ফিলাপ করা হচ্ছে।
সেই সঙ্গে তিনি বলেন ১০০ দিনের টাকা যারা পাননি তাদেরও আগামী ১ মার্চ থেকে ১১ মার্চের মধ্যে সবাই পৌঁছে যাবে একাউন্টে।
Author: ekhansangbad
Post Views: ১২৪