কাঁথি পৌরসভার নব নিযুক্ত উপ পৌরপ্রধান শিক্ষারত্ন ডঃ নিরঞ্জন মান্নাকে সংবর্ধণা জানালো কাঁথি পৌরসভার শিশু শিক্ষা কেন্দ্রের সহায়িকা গণ।
উপস্থিত সহায়িকা গণ পুষ্পস্তবক, মিষ্টি ও একটি বৌদ্ধ মূর্তি উপহার দিয়ে উপ পৌরপ্রধানকে সংবর্ধিত করেন।
পৌরসভার শিক্ষা দপ্তরের পৌরকর্মী যতীন্দ্র নাথ মাইতি সহ ২১ টি ওয়ার্ডের সহায়িকা গণ উপস্থিত ছিলেন। পৌরসভার অন্তর্গত শিশু শিক্ষা কেন্দ্র গুলির উন্নয়নে উপ পৌরপ্রধান যথাসাধ্য চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
Author: ekhansangbad
Post Views: ১৬৩