প্রদীপ কুমার সিংহ :- বেশ কিছুদিন ধরেই সোনারপুর থানার খবর আসছিল বাইপাস এলাকায় হাইটেনশনের লাইনের কেবেল তার চুরি হচ্ছিল। শেষে পুলিশ তলাশী করে তিনজন চোরকে গ্রেপ্তার করে ও কিছু মাল উদ্ধার করে। এই মর্মে বারুইপুর জেলা পুলিশের ডিএসপি (DIB ) মোহিত মোল্লা সাংবাদিক বৈঠক করেন বারুইপুর থানার অন্তর্গত খাস মল্লিকের ডিআইবি অফিসে শনিবার দুপুরে। তিনি সাংবাদিকদের বলেন গত ১১ ই ফেব্রুয়ারি ইলেকট্রিক সাপ্লাই একপত্র উচ্চপদস্থ আধিকারিক সোনারপুর থানায় একটি অভিযোগ দায়ের করে যে বাইপাসের ধারে হাই টেনশন লাইনে কাজ হচ্ছে বেশ কিছুদিন ধরে। কিন্তু সেখান থেকে কেবিল তার প্রায় সময় কেবিল লাইনের তার চুরি হয়ে যাচ্ছে। আধিকারিক অভিযোগ করেন প্রায় ৩৫ লক্ষ টাকার কেবল তার চুরি হয়ে গেছে।
সোনারপুর থানার পিসি পার্টি এক এস ইয়ের নেতৃত্বে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করে। বিভিন্ন জায়গা সিসিটিভি ফুটেজ দেখে। গত ১৯শে জানুয়ারি থেকে তিন চার দফায় এই চুরি হয়েছে। কলকাতার লেকটাউন, প্রগতি ময়দান ও কাশিপুর থানার বিভিন্ন জায়গার তল্লাশি চালিয়ে শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করে এবং ১২ লক্ষ টাকার চুরি যাওয়া কেবিল তার উদ্ধার করে। সেই সঙ্গে যে গাড়ি করে কেবিল তার চুরি করতে আসত সেই গাড়ি এবং একটি হাইড্র ক্রেন গাড়ি বাজেয়াপ্ত করে। ধৃত ব্যক্তিদের বাড়ি এইসব থানা এলাকায়। তৃতীয় ব্যক্তিদের নাম সুধীর যাদব, কুতুব উদ্দিন মোল্লা ও সুনীল জাসওয়াল। আগে কোন মামলা আছে কিনা বিভিন্ন থানায় খতিয়ে দেখবে পুলিশ। ধৃত ব্যক্তিদের আজ বারুইপুর মহাকুমা আদালতের তোলা হবে। নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে মহামান্য আদালতের বিচারকের কাছে।