পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের বড় সমস্যা গুলির অন্যতম ট্রাফিক।ছোট্ট মফস্বল শহরের শুধু অটো-টোটোর সংখ্যা ১৬০০।এর বাহিরে বাইক-সাইকেল-গাড়ী-ট্রাক ইত্যাদি।সেই সাথে ব্যাবসায়ীরা ফুটপাতের বেশীর ভাগ অংশ দখল করে রাখায় ট্রাফিক সমস্যা বিশাল আকার ধারন করেছে।সুবল মান্নাকে সরিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে দল সুপ্রকাশ গিরিকে কাঁথি পৌরসভার চেয়ারম্যান করেছে।চেয়ারম্যানের পদে বসেই কাঁথি শহরের অন্যতম ট্রাফিক সমস্যা সমাধানে উদ্যোগী হলেন
।
কাঁথি শহরে ফুটপাত জবরদখল মুক্ত করতে মাঠে নামলেন খোদ কাঁথির পৌর প্রধান সুপ্রকাশ গিরি। তিনি বদ্ধপরিকর শহরকে যানজট মুক্ত করে ঝাঁ চকচকে করবেন। শহরের ফুটপাত জবরদখল মুক্ত অভিযানে এদিন পৌর প্রধানের সঙ্গে ছিলেন কাউন্সিলর দেবাশীষ পাহাড়ি, অতনু গিরি, নিত্যানন্দ মাইতি, সহ একাধিক কাউন্সিলর ও পৌর কর্মী।
রবিবার সকালে সুপ্রকাশ গিরি নিজে প্রত্যেকটি দোকানদারকে বলেন ফুটপাত মুক্ত রাখতে হবে। সেই কারণে ফুটপাতে রাখা জিনিসপত্র গুলো সরিয়ে নিতে হবে। না সরালে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। এর আগে পৌর প্রধান শহরকে ঝাঁ চকচকে করতে এবং দূষণমুক্ত রাখতে ফ্ল্যাগ ফেস্টুন ও অস্থায়ী হোড়িং সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করেছিলেন। না সরালেও পৌরসভা কর্মীদের দিয়ে পতাকা সহ অস্থায়ী হোড়িং সরিয়ে দেন। শহরকে দৃষ্য দূষণ থেকে রক্ষা করেন। শহরের চেহারা বদলে দেন।
এদিন পৌর প্রধান বলেন শহরের যানজট মুক্ত রাখতে হলে ফুটপাত দখল মুক্ত রাখতে হবে। সেই কারণে এই অভিযান। তিনি আরো বলেন শহরের উন্নয়ন করাটাই লক্ষ।শহরবাসীকে স্বাচ্ছন্দ পরিষেবা দেওয়ার চেষ্টা করব সব সময়। এই অভিযানকে স্বাগত জানিয়েছেন শহরের বিভিন্ন স্তরের মানুষ ও সাধারণ মানুষ। পৌর প্রধান এর এই উদ্যোগে শহরবাসী খুশি বলে জানা গেছে।