Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রেল স্টেশন, রোড , ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ প্রকল্পের ভার্চুয়ালি সূচনা করলেন প্রধানমন্ত্রী।

পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি রেল স্টেশন, একাধিক রোড , ওভারব্রিজ ও আন্ডারপাস নির্মাণ প্রকল্পের সোমবার ভার্চুয়ালি সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।অমৃত ভারত প্রকল্পের এই শিলান্যাস অনুষ্ঠান গুলির মধ্যে দুটিতে উপস্থিত ছিলেন তৃনমূলের পিতা-পুত্র সাংসদ শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর জেলার মেছেদা, দীঘা, পাঁশকুড়া, হলদিয়া ও তমলুক স্টেশনগুলো অমৃত ভারত প্রকল্পের অন্তর্ভুক্ত।এদিন মেচেদাতে উপস্থিত ছিলেন তমলুকের তৃণমূল কংগ্রেস সাংসদ দিব্যেন্দু অধিকারী।
দীঘায় তৃণমূল কংগ্রেস সাংসদ শিশির অধিকারী। হলদিয়ায় বিজেপি বিধায়ক তাপসী মন্ডল রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা সকলেই তাদের ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের ভূয়সী প্রশংসা করেন।

এদিনের অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ নেওয়া হয় রেলের পক্ষ থেকে। সমাজের বিভিন্ন স্তরের মানুষকে এই অনুষ্ঠানে সামিল করা হয়েছে। বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের রচনা প্রতিযোগিতা, ছবি আঁকা প্রতিযোগিতা, বক্তৃতা প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করা হয় ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read