Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জেলা প্রশাসনিক মাঠে হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলার সূচনা করলেন উত্তম বারিক।

শহীদ মাতঙ্গিনী মহিলা কলেজের পার্শ্বস্থ জেলা প্রশাসনিক মাঠে জেলা হস্তশিল্প, তাঁতবস্ত্র ও স্বরোজগার মেলার সূচনা করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক । সঙ্গে বিশেষ অতিথি রূপে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি সুহাসিনী কর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া , কর্মাধ্যক্ষ তমাল তরু দাস মহাপাত্র , কর্মাধ্যক্ষা মামনি জানা , কর্মাধ্যক্ষা শতরূপা পয়ড়্যা, কর্মাধ্যক্ষা অভয়া দাস , কর্মাধ্যক্ষ মানস পন্ডা , জেলা পরিষদের কো মেন্টর অসিত ব্যানার্জি সহ আরো অনেকে। জেলা হস্তশিল্প ও তাঁত বস্ত্র মেলা সূচনা হওয়ার পর ও কেনার জন্য বহু মানুষের ভিড় জমে উঠে।

আগামীকাল বুধবার কাঁথিতে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে হস্তশিল্প ও তাঁত বস্ত্র শিল্প মেলার সূচনা হবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read