Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

অন্যায় ভাবে ছাটাই শ্রমিকদের নিয়ে আইনি পথে লড়ার হুংকার হলদিয়ার বিধায়িকা তাপসী মন্ডল।

হলদিয়ায় কারখানার গেটের সামনে শ্রমিক অবস্থান-বিক্ষোভ । অভিযোগ , হলদিয়া টাটা স্টিল কারখানার ২১ জন শ্রমিককে অন্যায়ভাবে ছাটাই করে দেওয়া হয়েছে । শ্রমিকরা কারখানা গেটের সামনে দীর্ঘ 15 দিন ধরে অবস্থান-বিক্ষোবে রত । দীর্ঘ পাঁচ বছর ধরে শ্রমিকরা কারখানায় কাজ করছে , হঠাৎ তাদের ছাটাই নোটিশ ধরে দেওয়া হল । যা নিয়ে রীতিমতো শ্রমিক মহলে অসন্তোষ । শ্রমিকরা কারখানার গেটের সামনে বি এম এস এর ঝান্ডা নিয়ে স্লোগান দেয় । অবিলম্বে তাদের কাজে বহাল করতে হবে ।তাদের দাবি মানতে হবে ।বাড়ির একমাত্র রোজগেরের কাজ চলে যাওয়ার অবস্থান বিক্ষোভে সামিল পরিবার বর্গরা ।কারখানার গেটের সামনে যাতে অপ্রীতিক পরিস্থিতির তৈরি না হয় , তার জন্য রয়েছে পুলিশ টহল । বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি ।
হলদিয়া টাটা স্টিল কারখানার সামনে শ্রমিক বিক্ষোভ জারি থাকায় , বুধবার সকালে পরিদর্শনে এলেন হলদিয়ার বিধায়িকা তথা বিজেপি নেত্রী তাপসী মন্ডল । শ্রমিকদের সঙ্গে এবং শ্রমিকদের দাবি-দাওয়া এবং তাদের পরিবার বর্গদের সঙ্গে কথা বললেন । বিষয়টি নিয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান । শ্রমিক অবস্থান-বিক্ষোভে সামিল তাদের পরিবারবর্গরা,
ছাটাই শ্রমিকদের কারখানায় কাজে পুনর্বহাল করতে হবে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read