দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্রের কপে গলা কাটলো এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার পূর্ব দক্ষিণ ময়না গ্রামে। ওই গ্রামের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী দেবেশ দাস একা বাড়িতে ছিল কিন্তু রাত্রিতে বাড়ির সকলে গ্রামের কালী পূজার অনুষ্ঠান দেখতে গেছিল। সেই সময় দুষ্কৃতকারীরা ধারালো অর্থের কপে তার গলা কাটার চেষ্টা করে বলে অভিযোগ। কোনক্রমে পালিয়ে প্রাণ বাঁচিয়েছে বলে পরিবারের দাবি। অভিযোগ পরিবারের লোকেরা যখন ওই কালীপুজোর অনুষ্ঠান দেখে বাড়ি ফিরে তখন দেবেশ দাস ওরফে রাজা কে দেখতে পাইনি। পরিবারের লোকেরা রাজাকে খোঁজাখুঁজি শুরু করে। দেখতে পায় অন্ধকারে রাজা ছুটে আসছে গোটা শরীর রক্তে ডুবে গেছে। আতঙ্কে প্রতিবেশীরা জড়ো হয়ে তড়িঘড়ি ময়না হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে নিয়ে যায় রাত্রিতে। ভোর তিনটায় তার গলায় অস্ত্রোপচার হয়েছে বলে পরিবারের লোকেরা জানিয়েছে। আজ তার পরীক্ষা ছিল। পারলো না পরীক্ষা দিতে। রাজা জানিয়েছে কে বা কারা মুখে মাস্ক পরে পেছন থেকে তার গলা কাটার চেষ্টা করে।
ধারালো অস্ত্র দিয়ে গলার দুটি জায়গায় কাটা বলে জানিয়েছে পরিবারের লোকেরা। রাজা এর বেশি কিছু জানাতে পারিনি। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ময়না থানা এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের লোকেরা কোন কিছুই বুঝতে পারেনি বলে জানিয়েছে।