সারা রাজ্য জুড়ে চলছে সাফাই অভিযান।শুক্রবার সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ১ ব্লকের পদিমা ১ গ্রাম পঞ্চায়েতের উদ্যাগে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে সাফাই অভিযানের কর্মসূচি হল। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামনগর ১ নম্বর ব্লক সমষ্টি আধিকারিক পূজা দেবনাথ, রামনগর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার।
পদিমা ১ গ্রাম পঞ্চায়েত প্রধান আশোক চন্দ্র, পদিমা ২ গ্রাম পঞ্চায়েত প্রধান সুশান্ত পাত্র, পদিমা ১ গ্রাম পঞ্চায়েত উপপ্রধান সোমসাক্ষ্য প্রধান, সহ ভিভিআর কর্মী গন । একইসঙ্গে দীঘা স্টেট জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন এবং রোগীদের সাথে কথা বলেন রামনগর ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ ও রামনগর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার প্রমূখ। এই সাফাই অভিযান দেখে পর্যটকরা অভিনন্দন জানিয়েছেন।
Author: ekhansangbad
Post Views: ১৫৪