ঘন কুয়াশার জেরে যাত্রীবাহী বাস উল্টে গেল নয়ন জলিতে। জকজম হলো প্রায় ২৫ জন যাত্রী। বৃহস্পতিবার ভোরে পারাদ্বীপ থেকে আগত কাঁথি গামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পূর্ব মেদিনীপুর জেলার এগরা কাঁথি রাজ্য সড়কের কঁচুড়ির কাছে উল্টে যায়। তার জেরে আহত হয় ২৫ জন যাত্রী।
স্থানীয়রা যাত্রীদের উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়। খবর পেয়ে ঘটনাস্থলে কাঁথি থানার পুলিশ যায়।
Author: ekhansangbad
Post Views: ১৩২