কলিয়াচক বিক্রম কিশোর আদর্শ সংস্কৃত মহাবিদ্যালয়ে সাত দিনব্যাপী ধর্মশাস্ত্র বিভাগের আলোচনা শিবির চলে। শুক্রবার সমাপ্তি অনুষ্ঠান বিশেষ অতিথি ছিলেন কাঁথির বিশিষ্ট স্মৃতি শাস্ত্রবিদ প্রমথ কুমার পন্ডা,প্রায়শ্চিত্ত বিমর্ষ বিষয়ে বক্তব্য রাখেন সদা শিব , ক্যাম্পাসের অধ্যাপক খগেশ্বর মিশ্র ও ক্যাম্পাসের ডিরেক্টর প্রফেসর অতুল কুমার নন্দ ।
সাত দিনের কর্মসূচির বিস্তারিত তথ্য তুলে ধরেন এই অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ডঃ সুরঞ্জন পাহাড়ি। মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ দেবিপদ রথ অংশগ্রহণকারীদের হাতে শংসাপত্র প্রদান করেন। ধন্যবাদ জ্ঞাপন করেন ডঃ অমরেন্দ্র কুমার মিশ্র । দুটি অধ্যায়ের সমাপ্তি অনুষ্ঠানের সঞ্চালনা করেন যথাক্রমে ডঃ দয়ানন্দ পানিগ্রাহী ও ডঃ নৃসিংহনাথ গুরু। ৭ দিনের এই শিবিরে ধর্মশাস্ত্র সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সমৃদ্ধ করা হয়।
Author: ekhansangbad
Post Views: ১১২