Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কোলাঘাটে রাস্তার কাজ শেষ করার দাবীতে জেলা শাসক অফিসে বিক্ষোভ দেখালেন জনসাধারণ ।

পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা-১ গ্রাম পঞ্চায়েতের জিঞাদা বাজার সংলগ্ন দুগ্ধ সেন্টার থেকে টোপা ড্রেনেজ খালের বাঁধ পর্যন্ত দেড় কি.মি. রাস্তাটি দীর্ঘদিন ধরে যাতায়াতের অনুপযোগী ছিল। রাস্তাটি দিয়ে উত্তর জিঞাদা, বাঁকাডাঙ্গা গ্রামের বাসিন্দারা ছাড়াও উত্তর জিঞাদা হাইস্কুল ও উত্তর জিঞাদা দিগম্বরী প্রাইমারী প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচা সহ কয়েক’শ ছাত্র-ছাত্রী যাতায়াত করে। এছাড়াও বহু মানুষ এই রাস্তা দিয়ে জিঞাদা,বাঁকাডাঙ্গা,সিদ্ধা হাটে এবং মুম্বাই রোডের জিঞাদা বাজার ও স্থানীয় ভোগপুর স্টেশনে যাতায়াত করে। এলাকার অধিবাসীদের দীর্ঘ আন্দোলনকে মান্যতা দিয়ে রাস্তাশ্রী/পথশ্রী-২ প্রকল্পে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের অধীনস্থ ডব্লিউ. বি. এস. আর. ডি. এ. কর্তৃপক্ষ গত ২০২৩ সালে ৪৭ লক্ষ ৭৪ হাজার ৬ শত ৪১ টাকা মঞ্জুর করে এক ঠিকাদারকে ঢালাই রাস্তায় রূপান্তরের জন্য কাজের ওয়ার্ক অর্ডার দেন। সেইমত ঠিকাদার ২০২৩ সালের মে মাসে কাজ শুরু করেন। খানিক অংশ মাটি-বালি-ব্যাডসের কাজ হওয়ার পর বর্ষা নেমে যাওয়ায় রাস্তাটি জলের তলায় চলে যায়। প্রায় দু মাস বর্ষার সময় রাস্তাটি জলে ডুবে থাকায় বর্তমানে ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়াই দুরহ হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে ওই রাস্তাটি ঢালাই করার জন্য রিটেন্ডার করার দাবীতে কোলাঘাট ব্লক রাস্তা উন্নয়ন সংগ্রাম কমিটির পক্ষ থেকে জেলা শাসক ও ডব্লিউ. বি. এস. আর. ডি. এ.’র একজিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসে বিক্ষোভ ডেপুটেশন দেওয়া হয়। একজিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সাধুখাঁ জানান,পূর্বের ঠিকাদারকে ওই কাজ না করার জন্য ওই এজেন্সীকে দেওয়া ওয়ার্ক অর্ডার বাতিল করা হয়েছে। অতি সত্বর নূতন করে টেন্ডার করে ওই কাজের ওয়ার্ক অর্ডার ইস্যু করা হবে।
কমিটির সভাপতি মধুসূদন ভৌমিক ও সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, এলাকার গুরুত্বপূর্ণ ওই রাস্তাটি দীর্ঘদিন বেহাল থাকায় সহস্রাধিক মানুষ প্রতিনিয়ত চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। বর্ষার সময় ছাত্র-ছাত্রীরা রাস্তার বেহাল অবস্থার কারনে স্কুলে যাওয়া বন্ধ রাখতে বাধ্য হয়। নারায়নবাবুর অভিযোগ, দীর্ঘ পঞ্চায়েত ব্যবস্থাতেও উত্তর জিঞাদা গ্রামের কোন একটিও রাস্তা পূর্নাঙ্গ রূপে কংক্রিটের হয়নি। ভুক্তভোগী জনসাধারণের উক্ত সমস্যা সমাধানে অবিলম্বে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে নূতন করে ওয়ার্ক অর্ডার ইস্যুর মাধ্যমে বর্ষার পূর্বে ঐ রাস্তার কাজ শেষ করার দাবীতে জেলা শাসক ও ডব্লিউ. বি. এস. আর. ডি. এ.অফিসে বিক্ষোভ প্রদর্শন এবং ডেপুটেশনের দেওয়া হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read