বিধায়কের গাড়ি চুরি ঘিরে পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে চাঞ্চল সৃষ্টি হয়েছে। বেড়েছে প্রশাসনিক তৎপরতা। অভিযোগ গত ২৭ ফেব্রুয়ারি তমলুকের নিমতলা গ্যারেজে গাড়ি রেখে দিয়ে ড্রাইভার চলে যায় বাড়ি। পরের দিন এসে দেখে গাড়ি নেই। এই ঘটনাকে ঘিরে জেলা প্রশাসনের তৎপরতা বেড়েছে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বিধায়ক সুকুমার দে জানিয়েছেন তার একটি ২৫-৩০ বছরের পুরনো অ্যাম্বাসেডার গাড়ি ছিল। এক গরিব ড্রাইভার সেই গাড়িটি চালিয়ে রোজগার করত। গাড়িটি চুরি হয়ে যাওয়ায় ওই ড্রাইভার বিপদে পড়েছে। তার রোজগার বন্ধ হয়ে গেছে। সেই কারণে বিধায়ক তার বাড়িতে গিয়ে সমবেদনা জানাবেন বলে জানিয়েছেন। এই নিয়ে নন্দকুমার থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ পেয়ে পুলিশ তল্লাশি শুরু করেছে। বিধায়ক বলেন গাড়িটি পুরনো হলেও চুরি হওয়া কোন যুক্তি নয়। পুলিশের খুঁজে বার করা উচিত গাড়িটি কোথায় গেল।