প্রদীপ কুমার সিংহ :- আগে কেরালায় শ্রমিকের কাজ করতে যেতেন সম্প্রতি বাড়িতে ফেরে । গ্রামের দুই বাসিন্দারের সঙ্গে কাঁকড়া ধরতে যায় সুন্দরবনের ঘন জঙ্গলে। সেখানে বাঘের হামলায় আহত হয় এক ব্যক্তি। আহত ব্যক্তির নাম জগদীশ মন্ডল। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ছোট মোল্লাখালি এলাকায়। জগদীশ মন্ডল সাংবাদিকদের বলেন
কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলায় গুরুতর জখম হয়েছিল।চিকিৎসকদের লাগাতার প্রচেষ্টায় জীবন ফিরে পেলেন সুন্দরবনের জগদীশ বাবু৷ দীর্ঘ চিকিৎসার পর খানিকটা সুস্থ হয়ে আজ বাড়ি ফিরছেন তিনি ৷ খুশি পরিবার ও প্রতিবেশীরা ৷ তিনি আরো বলেন কেরালায় শ্রমিকের কাজ করতেন ৷ কিছুদিন হয়েছে বাড়ি ফিরে এসে এলাকার আরও কিছু মৎস্যজীবিদের সাথে মাছ ও কাঁকড়া ধরার কাজ শুরু করেছিলেন সংসার চালানোর জন্য ৷
জগদীশ মন্ডল ও এলাকার আরও দুজন গিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ ছোট মোল্লাখালি থেকে চামটার জঙ্গলে গিয়েছিলেন কাঁকড়া ধরতে ৷ ১২ই ফেব্রুয়ারি আচমকা তার উপর বাঘ আক্রমণ করে ৷ ঘাড়ে ও মাথায় গুরুতর আঘাত পান তিনি ৷ কোনরকমে সঙ্গীদের চেষ্টায় বাঘের মুখ থেকে জীবন ফিরে পান তিনি ৷ আশঙ্কাজনক অবস্থায় তাকে নিয়ে আসা হয় সোনারপুরের কালিকাপুরের একটি বেসরকারি নার্সিং হোমে ৷ দীর্ঘ চিকিৎসার পর অবশেষে অনেকটাই সুস্থ হয়েছেন তিনি ৷ চিকিৎসকরা জানান খুব তাড়াতাড়ি স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন জগদীশ ৷ তবে জগদীশ বাবু বলেন বাড়িতে যাওয়ার পর কিছুদিন পরে ঠিক করবেন কি করবেন।