রামনগর দুই ব্লকের তৃণমূলের বর্ধিত সভায় মৈতনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতির নাম ঘোষণা হলো সর্বসম্মতিক্রম। মৈতনা গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি হলেন ওয়াসিম রহমান। তিনি তিনবারের পঞ্চায়েত সদস্য মান্দারপুর গ্রাম সংসদ থেকে। তাকে এই দায়িত্ব দেওয়ার পরে তিনি বলেন যে গুরুদায়িত্ব দল দিয়েছে সেই দায়িত্ব দলের নির্দেশিকা মেনে এবং রাজ্যের কারামন্ত্রী অখিল গিরির নির্দেশকে মান্যতা দিয়ে দল পরিচালনা করবেন। অঞ্চলের পুরনো এবং নতুন কর্মীদের নিয়ে দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার লক্ষ্যেই এগোবেন বলে জানিয়েছেন।
এই বর্ধিত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গির, কাঁথি পুরসভার পুরো প্রধান তথা কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি, জেলা খাদ্য কর্মাধ্যক্ষ তমাল তুরুদাস মহাপাত্র ব্লক তৃণমূলের সভাপতি সত্য রঞ্জন রায়, ব্লক যুব তৃণমূলের সভাপতি অনুপ কুমার মাইতি, পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ গিরি, পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ অরুন দাস, প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ সৌমেন গিরি,মৈতনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা বারিক,উপপ্রধান পিনাকী দিন্দা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিনের সভায় আলোচনায় ৪মার্চ পূর্ব মেদিনীপুর জেলায় মুখ্যমন্ত্রীর সভা এবং বিগ্রেডের জনগর্জন সভা কে সফল করা এবং লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীকে জয়ী করার সিদ্ধান্ত হয়।