পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি দুই ব্লকের জনকা বাজারের কাছে গৃহবধূর উপর পাশবিক অত্যাচার ও গণধর্ষণের প্রতিবাদে মহিলা তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয়। অভিযোগ এক গৃহবধূর উপরে পাশবিক অত্যাচার ও গণধর্ষণ করে দুষ্কৃতকারীরা। তৃণমূলের অভিযোগ দুষ্কৃতকারীরা বিজেপি আশ্রিত।অভিযোগ খেজুরি দুই ব্লকের নিজকসবা গ্রাম পঞ্চায়েতের মুরুলিচক গ্রামের বাসিন্দা খুকুমণি প্রামানিক ২৩ ফেব্রুয়ারি নন্দীগ্রামের বাপের বাড়ি যাচ্ছিল। সেই সময় তেখালি ব্রিজের কাছে কয়েকজন দুষ্কৃতকারী তার পথ আটকায়। তাকে জোর করে তুলে নিয়ে এসে নিজকসবা নদীর পাড়ে পাশবিক অত্যাচার ও গণধর্ষণ করে বলে অভিযোগ।
খেজুরি ২ ব্লক তৃণমূলের যুব সভাপতি সৌরভ বাবু জানিয়েছেন সেদিন কিশলয় বর সহ প্রায় ১৫ জন দুষ্কৃতিকারী খুকুমণিকে তুলে নিয়ে এসে গণধর্ষণ করে। তারপর খুকুমণি খেজুরি থানায় অভিযোগ দায়ের করেছে। পুলিশ দুষ্কৃতকারীদের ধরার আশ্বাস দিলেও কার্যক্ষেত্রে কোন কিছুই হয়নি। সেই কারণে আজ রবিবার বিকেলে দুষ্কৃতকারীদের গ্রেফতার এবং উপযুক্ত শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও পথ অবরোধের ডাক দেওয়া হয়েছিল। তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পথ অবর না করে শুধুমাত্র বিক্ষোভ মিছিল করা হয়। এরপরেও যদি পুলিশ নিষ্ক্রিয় থাকে তাহলে বৃহত্তর আন্দোলনে নামবে এলাকার মহিলা তৃণমূল ও তৃণমূলের নেতাকর্মী ও সমর্থক।