প্রদীপ কুমার সিংহ :- দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডে কীর্তনখোলা মহাশ্মশানের পাশে মঙ্গলবার বিবেকানন্দ আরবান হোমলেস ভবন উদ্বোধন হলো। এটি উদ্বোধন করেন কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরাদ হাকিম । প্রদীপ প্রজ্বলন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধক্ষ্য জয়ন্ত ভদ্র, বারুইপুর পৌরসভার পৌর পিতার শক্তি রায় চৌধুরী, উপ অর্পিতা গৌতম দাস, বারুইপুর পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে পৌর পিতা গণ ও পৌর মাতা গণ।
অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন এই বিবেকানন্দ আরবান হোমলেস তৈরি করার সহযোগিতা করেন সুধা। এই সুতার সংস্থা পশ্চিমবাংলা বিভিন্ন সরকারি প্রকল্পের বহু সহযোগিতা করে। এই ভবনটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় এক কোটি ৯৫ লক্ষ টাকা ।এখানে ৫০ শয্যা বিশিষ্ট অনাথ মানুষদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আপাতত।পরে এই সংখ্যা আরো বাড়বে।
ববি হাকিম বলেন কলকাতা শহরেও বেশ কিছু এইরকম হোমলেস ভবন আছে। সহায় সম্বলহীন মানুষ যারা যেখানে রাস্তায় বাস করে, বর্ষার জল , শীত এবং বিভিন্ন সমস্যা মধ্যে থাকে। তাদের থাকা খাওয়ার খুবই অসুবিধা হয় ।সেই কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবাংলায় বিভিন্ন জেলায় বেশ কিছু আরবান হোমলেস হোম করেছে। তবে যেসব মানুষ এখানে থাকবে তাদের যদি আধার কার্ড না থাকে তাহলে প্রথমে লোকাল থানায় একটি ডায়েরী করবে তারপর পৌরসভা পঞ্চায়েত থেকে তাদের আধার কার্ডের ব্যবস্থা করে দেবে। তবে তিনি আরো বলেন এই হোমলেস ভবনটি যাতে ঠিকমতো পরিচালনা হয় তার জন্য পৌরসভা থেকে মাঝে মাঝে তা দেখতে হবে।
বারুইপুর পৌরসভার পৌরপিতা শক্তি রায় চৌধুরী বলেন
বিবেকানন্দ অরবন হোমলেসটি পুরোটা বারুইপুর পৌরসভা থেকে পরিচালনা করবে। এখন আপাতত চারজন দেখাশোনার দায়িত্ব থাকবে পরে এটি বাড়বে।