পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের মানিকতলার এক্সচেঞ্জ অফিস থেকে ঢিল ছোড়া দূরত্বে পুলিশের গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক সাইকেল আরোহী।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে পুলিশের গাড়িটি তমলুকের দিক থেকে মেছেদার দিকে অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। অপর দিক থেকে এক সাইকেল আরোহী রাস্তা পার করছিলেন। রাস্তা পার হতে গিয়েই পুলিশের গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে ধাক্কা মারে তাকে। গুরুতর জখম অবস্থায় তাকে সঙ্গে সঙ্গেই নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটছে ক্রমশই।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ধাক্কা মেরে পুলিশের গাড়িটি দাঁড়ায়নি। তারা রাস্তা অবরোধ করে, ঘটনাস্থলে তমলুক থানার আইসি আসেন এবং তাকে ঘিরে ধরে চলে বিক্ষোভ। প্রায় আধঘন্টা বিক্ষোভ চলে, পরে পুলিশি আশ্বাসে বিক্ষোভ থামলেও স্থানীয় বাসিন্দারা সরব হয় রাস্তায় গার্ডের জন্য