বারবাটিয়া হাইস্কুল ও মালিপাটনা প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী শেষ হলো বুধবার । পটাশপুর দুই ব্লকের এই দুই স্কুলের অনুষ্ঠানের প্রথম দিনে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন বন ও ভূমি কর্মাধ্যক্ষ মৃণালকান্তি দাস বারবাটিয়া হাইস্কুলের নবনির্মিত প্রশাসনিক ভবনের দ্বারোদ্ঘাটন করেন ।
প্রথম দিন উপস্থিত ছিলেন সাংবাদিক সঞ্জীব আচার্য্য , উভয় বিদ্যালয়ের পরিচালন সমিতির সদস্য সহ বহু বিশিষ্ট জন। ছাত্র ছাত্রীরা নৃত্য, গান, আবৃত্তি , নাটক, মুকাভীনয় প্রভৃতি উপস্থাপন করে। স্থানীয় এলাকার প্রচুর মানুষ বিদ্যালয়ের অনুষ্ঠান দেখার জন্য ভিড় জমান। ছাত্র ছাত্রীদের আঁকা ছবি, হস্তশিল্প, বিজ্ঞান মডেল প্রর্দশনী স্টলে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। একটি দেওয়াল পত্রিকাও অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রতিবছরের
মতো এবারও প্রকাশ করা হয়।