বিক্রমনগর হরপার্বতী কমিটির যৌথ পরিচালনায় দেবাদিদেব মহেশ্বর-এর মহাশিবরাত্রি উৎসবের দ্বিতীয় দিনের শুভ সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমরেশ সুবোধ পড়িয়া ৷ বিশিষ্ট অতিথিগণেরা ছিলেন – খেজুরী১ পঞ্চায়েত সমিতিত পূর্ত কর্মাধ্যক্ষ শংকর বাগ, শিক্ষক কবি অশোককুমার আদক, শিক্ষক তারকনাথ দাস, প্রবীর কুমার পন্ডা, প্রবীর বাগ, সুতৃপ্তা বাগ দাস, সুদীপ্তা বাগ, বাসন্তী বারিক, শম্পা পন্ডা, সুলেখা পন্ডা ও প্রশান্ত বাগ প্রমুখ ব্যক্তিবর্গ৷ অতিথিগণ লোকদেবদেবী ও হিন্দু ধর্মের মহাশিবচতুর্দশী দিনটির বৈশিষ্ট্য ব্যাখ্যা করেন এবং পুরস্কার প্রাপক সহ প্রতিযোগী সকলকে উৎসাহিত করেন৷ পুরস্কার বিতরণীর পরে স্থানীয় ছাত্রছাত্রীদের সম্মিলিত একটি মনোজ্ঞ মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়৷ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জ্যোতির্ময় বারিক৷