মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউর মন্দিরে চুরির ঘটনা ঘটলো। বুধবার সকালে চুরির ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য ছড়িয়েছে।
রাজপরিবার সুত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় পূজার্চনার পর মন্দির বন্ধ করে পাশের রুমে ঘুমায় ব্রাহ্মণরা।গভীর রাতে গেটের শব্দ শুনে ছুটে আসে নিরাপত্তারক্ষী।এসে দেখে ব্রাহ্মণদের রুম বাহির দিয়ে শিকল দেওয়া। শিকল খুলে তাদের বের করে দেখা যায় মন্দিরের পেছনের গেট খোলা। মন্দিরে থাকা সোনা, রুপার গহনা এবং প্রণামি বাক্স চুরি হয়ে যায়।খবর দেওয়া হয় মহিষাদল থানায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। সিসিটিভি ক্যামেরা থাকলেও চোরের দল পরিকল্পিত ভাবে সিসিটিভিকে আড়াল করে ঘটনা ঘটিয়েছে।
মন্দিরের ব্রাহ্মণ দিবাকর মিশ্র জানান, আমরা রুমে ঘুমাই। আড়াইটা নাগাদ নিরাপত্তারক্ষী আমাদের ডাকে। বাহির থেকে শিকল দেওয়া ছিল। নিরাপত্তারক্ষী দরজার শিকল খুললে আমরা বেরিয়ে এসে দেখি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রাজ পরিবারকে বিষয়টি জানাই। মন্দিরে দেব দেবির গহনা, আসবাবপত্র, প্রণামি বাক্স সহ আনুমানিক লক্ষাধিক টাকা চুরির ঘটনা ঘটেছে।
নিরাপত্তারক্ষী শ্রীদাম প্রামাণিক জানান, মেন গেটের সামনে ছিলাম। রাত আড়াইটা নাগাদ একটি শব্দ কানে আসে। মন্দিরের ভেতরে ঢুকে দেখি ব্রাহ্মণদের থাকার রুমে বাইরে থেকে শিকল দেওয়া। তাদের ডেকে ঘুম থেকে তুলে দেখি মন্দিরের গেটও খোলা। কাছে গিয়ে দেখা যায় মন্দির চুরি হয়েছে।