Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘নর্দমার কীট’ কটাক্ষ ভাইরাল হওয়াই প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন দিব্যেন্দু অধিকারী।

আসন্ন লোকসভা ভোটের আগে তমলুকের বিদায়ী সাংসদ দিব্যেন্দু অধিকারীর ছবি দিয়ে স্ক্রিনশট ভাইরাল হয়েছে । তার শিরোনাম, দিব্যেন্দু বিজেপির টিকিট না পেয়ে ক্ষুব্ধ। সেই কারণে তিনি বিজেপিতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত বিচারপতিকে ‘নর্দমার কীট’ বলে কটাক্ষ করেছেন। ভাইরাল এই স্ক্রিনশট এর প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করলেন দিব্যেন্দু অধিকারী।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাঁথির শান্তিকুঞ্জতে তাঁর বাবা সাংসদ শিশির অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে সদ্য অবসরপ্রাপ্ত কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।তারপরেই সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়। যেখানে মন্তব্য করা হয়- “দীর্ঘদিন পর লোকসভা নির্বাচনের মুখে এসে মুখ খুলেই বিস্ফোরক তমলুকের বিদায়ী সংসদ দিব্যেন্দু অধিকারী। বিজেপি তরফ থেকে টিকিট না পাওয়ায় দলের প্রতি খুব উগরে দেন, সঙ্গে পদ্ম প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে তীব্র কটাক্ষ করেন।” বহুল প্রচারিত এক পত্রিকার হেডলাইন ব্যবহার করে এই ছবি ভাইরাল হতেই আলোড়ন পড়ে।

বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী জানান, অভিজিৎ গাঙ্গুলী একজন যোগ্য বিচারপতি ছিলেন, তিনি শ্রদ্ধেয়। তিনি জানান, এই বক্তব্য তার নয়, ইতিমধ্যেই তিনি ওই পত্রিকার এডিটরের সঙ্গে কথা বলেছেন। জানিয়েছেন ইতিমধ্যেই তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানিয়েছেন। রাজ্য পুলিশ কোন ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে তিনি রাজ্যপালের দ্বারস্থ হবেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read