মৎস্যজীবীদের জীবন জীবিকার সহযোগী সামগ্রী প্রদান করল ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসন। বুধবার ৩০ জন মৎস্যজীবীর মধ্যে সাইকেল, শীততাপ নিয়ন্ত্রিত বাক্স,জাল,হাঁড়ি, বঁটি, ইত্যাদি দেওয়া হয়। উপস্থিত ছিলেন ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পন্ডা, বিডিও বিকাশ নস্কর, ব্লক মৎস আধিকারিক বিবেকানন্দ মাইতি, কৃষি কর্মাধ্যক্ষ সুদীপ্ত মাইতি প্রমুখ।এই সামগ্রী পেয়ে মৎস্যজীবীরা খুশি বলে জানা গেছে।
পঞ্চায়েত সমিতির সভাপতি আরূসুন্দর পান্ডা বলেন যারা মাছ ধরেন তাদের ক্ষেত্রে জাল ও হাঁড়ি এবং যারা মাছ বিক্রি করে জীবন জীবিকা চালায় তাদের জন্য সাইকেল শীততাপ নিয়ন্ত্রিত বাক্স ও বঁটি দেওয়া হল।
Author: ekhansangbad
Post Views: ৯৩